প্রতিপক্ষের চেয়ে কন্ডিশন জয় করা বড়- আর্জেন্টিনা আর বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা ঘিরে এমন কথা বলা হলে নিশ্চয়ই বাড়তি কিছু বলা হবেনা। ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের এই ম্যাচের আগে সব আলোচনার কেন্দ্রে ছিল ম্যাচের ভেন্যু বলিভিয়ার এস্তাদিও হার্নান্দো সাইলস স্টেডিয়াম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৫০ মিটার উঁচু এই স্টেডিয়ামে স্বাভাবিক শ্বাস নেওয়াই কষ্ট। সেখানে ৯০ মিনিট ফুটবল খেলা আরও বেশি চ্যালেঞ্জের।
তবে মঙ্গলবার মধ্যরাতে সেই চ্যালেঞ্জ অনায়াসে জয় করেছে আর্জেন্টিনা। মেসিবিহীন দলটা বলিভিয়াকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। যে ম্যাচে মাঠের ট্যাকটিক্সের বাইরে প্রকৃতিকেও জয় করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
পরিসংখ্যানে আর্জেন্টিনা বনাম বলিভিয়া-
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করলেও কখনোই বাড়তি চাপের মধ্য দিয়ে যায়নি আর্জেন্টিনা। এমনকি বল দখলের লড়াইতেও বাড়তি প্রেসিং করা থেকে বিরত ছিল তারা। বল দখলের ক্ষেত্রেও পূর্বের যেকোন ম্যাচের তুলনায় পিছিয়ে ছিল ডি মারিয়া-এঞ্জো ফার্নান্দেজরা। শারীরিক ধকল সামলে আক্রমণে যাবার পরিকল্পনা ছিল তাদের। সেটায় পুরোপুরি সফলও হয়েছে তারা।
বল পাসিংয়ের ক্ষেত্রেও দেখা গিয়েছে পরিবর্তন। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র ৪৯২ টি পাস খেলেছে আর্জেন্টিনা। এর আগের তিন ম্যাচের সঙ্গে যেখানে আছে বড় ব্যবধান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫০ , ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭০০, এবং ইকুয়েডরের বিপক্ষে ৬২০ টি পাস খেলেছিল আলবিসেলেস্তেরা। গড় হিসেবে এই ম্যাচে প্রায় শতাধিক পাস কম খেলেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
নজর কেড়েছেন এঞ্জো ফার্নান্দেজ –
এদিন কমেছে আর্জেন্টিনার লম্বা বল খেলার প্রবণতাও। যা দলের স্ট্রাইকারদের অতি পরিশ্রমের মাত্রাও অনেকটাই কমিয়ে এনেছে। ফলে আক্রমণে সাধারণ স্ট্রাইকারের চেয়ে এঞ্জো ফার্নান্দেজ কিংবা নিকোলাস টালিয়াফিগোকেই বেশি দেখা গিয়েছিল।
রক্ষণের ধরণেও এদিন পরিবর্তন দেখা গিয়েছে আর্জেন্টিনার মাঝে। চিরায়ত প্রেসিংয়ের বদলে ম্যান টু ম্যান মার্কে বেশি মনোযোগ দিয়েছে রোমেরো-ওতামেন্ডিরা। তার সুফলও এসেছে হাতেনাতে।
ছন্দে ছিলেন ডি মারিয়া-
এমনকি আক্রমণের ক্ষেত্রেও অনেক বেশি সময় নিয়ে খেলতে দেখা গিয়েছে তাদের। কাউন্টার অ্যাটাকের পরিবর্তে বিল্ডআপের ভিত্তিতেই খেলতে চেয়েছে আর্জেন্টিনা। তাতে পুরো ৯০ মিনিটই খেলার দখল নিজেদের নাগালেই রাখা সম্ভব ছিল।
পুরো ম্যাচে অবশ্য মাঝমাঠের নিয়ন্ত্রকের ভূমিকায় ছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ডি পল। ফিটনেসে বাকিদের তুলনায় বেশ অনেকখানি এগিয়ে দুজনেই। গেম বিল্ডআপের দায়িত্ব ছিল তার কাঁধে। আর কিছুটা উপরে খেলেছেন এঞ্জো ফার্নান্দেজ। ডি মারিয়ার সঙ্গে যোগ্য সঙ্গী হিসেবে আর্জেন্টিনার আক্রমণ রচনা করেছেন চেলসির এই খেলোয়াড়।