Hathazari Sangbad
হাটহাজারীশুক্রবার , ১৮ নভেম্বর ২০২২

আরেফিন নগরে মাসব্যাপী ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষে সমাপনী মাহফিল

হাটহাজারী সংবাদ ডেস্ক
নভেম্বর ১৮, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ২৭ ছিপাতলী, ১৪১ গুমানমৰ্দ্দন, ১৪৭ নাঙ্গলমোড়া, ২০৬ নং বদু মুন্সিপাড়া ও ৯৩ নং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা যৌথ উদ্যোগে বায়েজিদস্থ আরেফিন নগরে মাসব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহুম পালন উপলক্ষে (১৮ নভেম্বর) শুক্রবার বাদে মাগরিব হতে মসজিদে গাউছুল আজম মুনিরী (রা.) প্রাঙ্গণে সমাপনী এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব মুহাম্মদ খালেদ এর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মুহাম্মদ জমির উদ্দিন ও মাওলানা মুহাম্মদ শফিউল আলম।

মুহাম্মদ সাজিদ আহমেদ এর পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরি,মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা এইচ এম আবু বক্কর, শফিউল আজম শুক্কুর, মুহাম্মদ সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইকবাল হোসেন তালুকদার, হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন আরিফ, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ আবুল হায়াত তালুকদার, মুহাম্মদ শাহ আজিজ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাজ্জাদুর আমিন, মুহাম্মদ জাহিদুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ মালেক, মাওলানা মুহাম্মদ আলীম উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহমুদুল করিম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ রিদওয়ান আলম আদনান, মুহাম্মদ বদিউল আলম, মুহাম্মদ পিয়ারুল ইসলাম, মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ খোরশেদ, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ তৌহিদ আনোয়ার প্রমুখ।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আল আমিন, নাতে রাসুল ও কছিদা পড়েন শায়ের মুহাম্মদ সম্রাট রোবায়েত ও মুহাম্মদ আব্দুল্লাহ আল আলবি।

মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।