Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২

আরেফিন নগরে মাসব্যাপী ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষে ৩০তম মাহফিল

ধর্ম ডেস্ক
নভেম্বর ১৭, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ২০,৩৬ ও ৪০ নং শাখার যৌথ উদ্যোগে বায়েজিদস্থ আরেফিন নগরে মাসব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহুম পালন উপলক্ষে (১৭ নভেম্বর) বৃহস্পতিবার বাদে মাগরিব হতে মসজিদে গাউছুল আজম মুনিরী (রা.) প্রাঙ্গণে ৩০তম এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন ও মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন । মুহাম্মদ আনোয়ারুল আজিম সাহেদ এর পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ,মুহাম্মদ নুরুল ইসলাম,মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ ছালে আহমেদ, মুহাম্মদ ফরহাদ, মুহাম্মদ রেজাউল করীম, মুহাম্মদ নুরুল ইসলাম, আহমদ নবী, মুহাম্মদ নাজিম, মুহাম্মদ আব্দুর সবুর, মাষ্টার মুহাম্মদ সেকান্দর,মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ সিরাজুল হক প্রমুখ।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আল আমিন,নাতে রাসুল ও কছিদা পড়েন শায়ের মুহাম্মদ কামাল উদ্দিন।
মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।