Hathazari Sangbad
হাটহাজারীশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আয়ারল্যান্ডকে ১৮৬ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

হাটহাজারী সংবাদ ডেস্ক
নভেম্বর ৪, ২০২২ ৬:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

আয়ারল্যান্ডকে ১৮৬ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড। সুপার টুয়েলভের আজকের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে দলটি। এদিন দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

মূল পর্বে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে আয়ারল্যান্ড। তিন পয়েন্ট নিয়ে আছে টেবিলের পাঁচ নম্বর স্থানে।

অপরদিকে সুপার টুয়েলভে চার ম্যাচের দুইটিতে জিতে পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে নিউজিল্যান্ড। আইরিশদের বিপক্ষে ম্যাচ জিতলেই শেষ চারে চলে যাবে সাউদি-বোল্টরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে এ পর্যন্ত চার ম্যাচ খেলে সব কটিতেই জিতেছে নিউজিল্যান্ড। ২০০৯ সালের বিশ্বকাপে দেখা হয়েছিল দুদলের। ম্যাচটি ৮৩ রানে জিতেছিলো কিউইরা। আর গত জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড।

এদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি হ্যাটট্রিক দেখলো ক্রিকেটভক্তরা। আইরিশ বাঁহাতি পেসার জশ লিটল এবার নাম লেখালেন এই এলিট লিস্টে। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নিয়েছেন তিনি।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডাইর, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকক্যার্থি, জশ লিটল।