যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ অসংখ্য নেতা কর্মীদের গ্রেফতারের অভিযোগ ও তার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত বিএনপি নেতৃবৃন্দরা।
রোববার (৪ ডিসেম্বর) শারজাহস্থ নুর আল হেলাল রেস্টুরেন্টে আরব আমিরাত বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির (কয়েকজনকে) সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গোলাম মুস্তফা। সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক জামশেদ মুল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আবুধাবি মহানগর বিএনপির সভাপতি ইসমাঈল হোসেন তালুকদার। প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক।
এতে সংবর্ধিত অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সেলিম উদ্দিন সন্দ্বীপি, প্রধান আলোচক ছিলেন আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিন।
বক্তরা বলেন তারা আরও বলেন, ১০ তারিখের মহাসমাবেশ মানব সুনামিতে রুপান্তরিত হবে। প্রতিবাদ অনেক করেছি এবার দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সদ্য নবগঠিত আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে এস,এম,মোদাচ্ছের শাহ, শাহাদাত হোসেন সুমন, নাসির উদ্দীন চৌধুরী, ফরিদ আহমেদ শাহিন, মুজিবুল হক মঞ্জু, বিশেষ অতিথি হিসাবে আরো যারা উপস্থিত ছিলেন শফিকুল আলম, সজিব খান, জাকারিয়া রাশেদ, মনির খান, ভিপি ইলিয়াস, মোহাম্মদ এরশাদ, সাহেদুল ইসলাম সাহেদ, মোহাম্মদ ইউনুস, শহিদুল হক আজমান, শহিদুল্লাহ, আবুল হাসেম সহ অনেকে।
পরে নবগঠিত আহবায়ক কমিটির উপস্থিত নেতৃবৃন্দদের শুভেচ্ছা স্বারক প্রধান করেন সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের নেতা কর্মীরা।
সবশেষে মাওলানা হাবিবুল্লাহ’র বিশেষ দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের জন্য দোয়া করা হয়।