Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২৭ জুন ২০২৩

আমিরাতে না ফেরার দেশে হাটহাজারীর প্রবাসী

প্রবাস ডেস্ক
জুন ২৭, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আল দাইদ এলাকায় মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৬) নামে হাটহাজারী প্রবাসীর মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ জুন) নিজ ওয়ার্কসপে তেলের ট্যাংক বিস্ফোরণে গুরুতর আহত হয়ে শারজাহ আল দাইদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত দেলোয়ার হোসেন হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের কুয়াইশ নজুমিয়াহাট নূর আলির বাড়ীর মোহাম্মদ সিরাজ মিয়ার ছেলে। তিনি আমিরাতে গ্যারেজ ব্যবসায় কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে আমিরাতে প্রবাসী বাংলাদেশী ও তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।