কাতার বিশ্বকাপে নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে এটি প্রস্তুতি ম্যাচ। আজ বুধবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের রাজধানি আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে আমিরাতের মুখোমুখি হবে লিওনেল মেসির দল আর্জেন্টিনা।
ম্যাচটা নিয়ে দর্শকদের আগ্রহের পারদ আকাশ ছুঁয়েছে রীতিমতো। বিক্রি শুরুর ২৪ ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে সব টিকিট।
আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে এবার খেলতে এসেছেন পঞ্চম বিশ্বকাপ, যা মর্যাদার এই মঞ্চে তার শেষ আসরও। শেষটা কি রাঙিয়ে যেতে পারবেন মেসি?
কাতারে যাওয়ার আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হওয়ার আগে এই ফুটবল জাদুকর জানালেন, ‘আমরা লড়াই করব শিরোপা জিততে। কিন্তু ফেভারিট উপাধির ফাঁদে পা দিয়ে বিশ্বাস করতে পারি না যে ফেভারিট হওয়ায় এমনিতেই বিশ্বকাপ জিতে যাব। আমাদের বাস্তববাদী হতে হবে আর ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে হবে।’
২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। এর প্রস্তুতিটা মধ্যপ্রাচ্যের আরেক দল আরব আমিরাতের বিপক্ষে নিচ্ছেন মেসিরা।