Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ৫ আগস্ট ২০২৩

আবুধাবিতে ৫০ লাখ টাকার গাড়ি জিতলেন প্রবাসী মিন্টু

অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিগ টিকিট র‌্যাফেল ড্রতে নতুন র‍্যাংলার জিপ গাড়ি জিতেছেন প্রবাসী বাংলাদেশি মিন্টু চন্দ্র বারী । গাড়িটির দাম বাংলাদেশি টাকায় প্রায় ৫০ লাখ টাকা। শুক্রবার (৪ আগস্ট) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

মিন্টু চন্দ্র বারী ২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান পরিবারের হাল ধরতে। বর্তমানে তিনি আল আইনের গার্ডেন সিটিতে একটি সেলুনে কাজ করেন।

সম্প্রতি ১৫০ দিরহাম দিয়ে বিগ টিকিটের ড্রিম কার লটারির একটি টিকিট কেনেন বারী চন্দ্র। তবে এবারেই প্রথম নয়, ৮ থেকে ৯ বছর ধরে নিয়মিত লটারির টিকিট কেনেন তিনি।

গাড়ি জেতার পর বারী চন্দ্র বলেন, ’বিগ টিকিটের ওয়েবসাইটে যাচাই করে আমার ভাই প্রথম আমাকে গাড়ি জেতার খবরটি জানায়। যখন আমি জানতে পারলাম আমি জিতেছি, তা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে।’

আল আইন আন্তর্জাতিক বিমানবন্দরের বিগ টিকিট ইন-স্টোর কাউন্টার থেকে বারী চন্দ্র নিজেই এই ড্রিম কার টিকিটটি কিনেছিলেন।

বারী চন্দ্র জানান, গাড়ি জেতায় তার স্ত্রী ও দুই সন্তান ভীষণ খুশি।

আমিরাতে নিজেই একটা সেলুন দিতে চান বারী চন্দ্র। পরিবারকে সেখানেই স্থায়ীভাবে নিয়ে যেতে চান বাংলাদেশি এই প্রবাসী। বাংলাদেশে বারী চন্দ্রের বাড়ি কোথায় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।