Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
জুলাই ১৮, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হার দিয়ে শুরু করা ইমার্জিং এশিয়া কাপে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ‘এ’ দল। প্রথম দুই ম্যাচে এক জয় ও এক হারে সেমির সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিল টাইগাররা। তবে নকআউট পর্বে পা রাখতে আজ আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ সমীকরণ মাথায় রেখে আগে ব্যাটিং করতে নেমে জয়ের সেঞ্চুরিতে শক্ত ভীত পায় টাইগাররা।

বোলিংয়ে পেসাররা সুবিধা করতে না পারলেও স্পিনারদের কল্যাণে জয় পেয়েছে সাইফ হাসানের দল। তাতে সেমির স্বপ্ন বেঁচে রইল। তবে তার জন্য তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-ওমান ম্যাচের দিকে। যদি শ্রীলঙ্কা ৬৬ রান বা তার চেয়ে বেশি ব্যবধানে জয় পায় তাহলে বাংলাদেশকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে। তবে এর চেয়ে কম রানে লঙ্কানরা জিতলে অথবা ম্যাচ হারলে সেমিতে খেলবে বাংলাদেশ।

শুরুতে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১০০ রান করেন মাহমুদুল হাসান জয়। জবাবে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রানে থামে আফগানিস্তান। ফলে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ।