Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ১৯ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২২ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে কাতার বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলা হয়নি করিম বেনজেমার। এরপর সামনে আসে কোচের সঙ্গে তার দ্বন্দ্বের খবর। ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফ্রান্সের শিরোপা খোয়ানোর ২৪ ঘণ্টা পার না হতেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন এই ৩৪ বছর বয়সী স্ট্রাইকার।
কাতার বিশ্বকাপের এক দিন আগে ইনজুরিতে পড়া বেনজেমা ছিটকে পড়েছিলেন আসর থেকেই। তবে বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াড থেকে তাকে সে সময় বাদ দেননি কোচ দিদিয়ের দেশম। নাটকীয়ভাবে বিশ্বকাপের নকআউট পর্বের খেলা চলাকালীন সুস্থ হয়ে উঠলে সম্ভাবনা জাগে তার বিশ্বকাপ খেলার। কিন্তু সে সুযোগ তাকে দেননি দেশম। রাগে-ক্ষোভে ফুঁসে থাকা বেনজেমা বিশ্বকাপ ফাইনালের ঠিক পরেই জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলেন।
 
সোমবার (১৯ ডিসেম্বর‍) টুইটারে নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে নিজের সিদ্ধান্ত জানান ব্যালন ডি’অরজয়ী এই স্ট্রাইকার। তিনি লেখেন, ‘আমি চেষ্টা করেছি এবং ভুলও করেছি, এটা আমাকে সেই জায়গায় নিয়ে গেছে, যা আমি আজ হয়েছি এবং এমনি এর জন্য গর্বিত। আমি আমার গল্প লিখেছি এবং আমাদের শেষটাও।’