Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩

অর্ধশতাধিক ফেসবুক আইডি খুলে ব্ল্যাকমেইল, চট্টগ্রামে যুবক ধরা

অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন ফেসবুক আইডি থেকে নারীদের ছবি ও তথ্য নিয়ে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইল ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেলের প্রযুক্তিগত সহায়তায় ইপিজেডের নিউমুরিং তক্তারপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
অভিযুক্ত আল মাসুম (৩০) নিউমুরিং তক্তারপোল এলাকার বাসিন্দা।
 
কাউন্টার টেররিজমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন জানান, বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণীদের ফেসবুক আইডি থেকে ছবি ও তথ্য ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলতো মাসুম। পরে সেই আইডি থেকে অশ্লীল ও আপত্তিকর ক্যাপশন লিখে পোস্ট দিয়ে সেই পোস্টের লিংক এবং স্ক্রিনশট ভিকটিমদের এবং তাদের ফ্রেন্ডলিস্টের অন্যান্য সদস্যদের মেসেঞ্জারে পাঠিয়ে অশালীন প্রস্তাব দিত। অশালীন ছবি ও নগ্ন ভিডিও পাঠিয়েও বিভিন্নভাবে সে ব্ল্যাকমেইল ও মানসিকভাবে হেনস্তা করে আসছিল।
 
তিনি আরও জানান, পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন পেইজে একটি অভিযোগ পাবার পর এ ঘটনা তদন্তে নামে পুলিশ। আটকের পর তার কাছে থাকা তিনটি মোবাইলের নারীদের হেনস্থার প্রমাণ মিলেছে। সেগুলো জব্দ করা হয়েছে। একইসঙ্গে ইপিজেড থানায় অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।